বিনোদন ডেস্ক:
সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫ ঘিরে এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অশ্লীলতার। এ নিয়ে দেশের ৬ জন অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।
নোটিশে দাবি করা হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী কিছু নারী অভিনেত্রী অশালীন পোশাক ও অঙ্গভঙ্গির মাধ্যমে ক্রিকেট খেলার নামে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছেন। এতে সমাজে অশ্লীলতা ছড়ানোর পাশাপাশি ক্রিকেটকেও কলঙ্কিত করা হয়েছে বলে দাবি করা হয়।
অশ্লীলতার অভিযোগে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।
নোটিশে বলা হয়, বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমী। শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই ক্রিকেট খেলা উপভোগ করে। এই প্রেক্ষাপটে সেলিব্রিটি ক্রিকেট লিগ আরও বেশি আগ্রহ তৈরি করে। কিন্তু এবারের আসরে কিছু অভিনেত্রী ছোট ও খোলামেলা পোশাক পরে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে খেলায় অংশ নেন। যা সরাসরি সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষ করে অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেছিলেন ফিগার যদি না দেখাতে পারে তাহলে কীভাবে হলো? এই মন্তব্যকে কেন্দ্র করে নোটিশে অশ্লীলতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম এবং ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল। এ অবস্থায় এমন ড্রেসকোড সামাজিক শালীনতা এবং ধর্মীয় অনুভূতির পরিপন্থী।
নোটিশে ১৫ দিনের সময়সীমা বেধে দিয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে তাদের কার্যকলাপের ব্যাখ্যা দিতে হবে। অন্যথায়, অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫ শুরু হয় গত ৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। পাঁচ দিনব্যাপী এই টি-২০ টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল—গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স, ও স্বপ্নধরা স্পারটানস।
১৩ মে ফাইনালে গিগাবাইট টাইটানস চ্যাম্পিয়ন হয়। এই দলে খেলেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরীসহ আরও অনেক তারকা।