অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৪ মে) দুপুর ২টা ১৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে তাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন সমাবর্তনের সভাপতি ও চবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসার ধারণা প্রসার এবং আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে এই ডিগ্রি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে এ বছর মোট ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এদের মধ্যে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন।
সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।