মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি
বাকেরগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহত ২৯ জনের পরিবারকে সরকার কর্তৃক আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৫) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ প্রত্যেক আহত ব্যক্তির হাতে ১ লাখ টাকা করে চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘সি’ ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে এই অনুদান প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলো এই আর্থিক সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্থানীয়ভাবে ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে যে আন্দোলন হয়েছিল, তাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকেই আহত হন। এই সহায়তা সেই ঘটনার একটি সরকারি স্বীকৃতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।