সমালোচনা করা আর সমালোচিত হওয়া—এই দুই অভিজ্ঞতার পার্থক্য অনেক গভীর, অনেক বাস্তব। প্রশ্ন উঠতেই পারে, কোনটা বেশি শক্তিশালী? সমালোচনা করা নাকি সমালোচিত হওয়া? এই নিয়ে থাকতে পারে নানা মতবিরোধ, যুক্তি-তর্ক, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।
তবে সময়ের অভিজ্ঞতা ও জীবনের রুক্ষ বাস্তবতা এক বাক্যে বলে দেয়—সমালোচনা করা সহজ, কিন্তু সমালোচিত হওয়া অনেক বেশি কঠিন।
কারো কাজ, মত বা আচরণ নিয়ে মন্তব্য করা, ভুল ধরিয়ে দেওয়া কিংবা প্রশ্ন তোলা খুবই সহজ। কিন্তু যখন সেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে নিজেই থাকেন, তখন শুরু হয় আসল পরীক্ষা। তখন তা হয়ে ওঠে আত্মসমালোচনার নিঃশব্দ যন্ত্রণা, মানসিক শক্তির সর্বোচ্চ পরীক্ষা।
জীবন এক জমাট বাধা বরফের মতো—উপরে শান্ত, ভিতরে তপ্ত। সমালোচিত হওয়া মানে সেই তপ্ত অভ্যন্তরের সঙ্গে লড়াই করা। চুপচাপ সব সহ্য করে নিজেকে ভেঙে আবার গড়ে তোলা।
এ অভিজ্ঞতা মানুষকে বিনম্র করে, পরিণত করে।
সমালোচনা আঘাত দিতে পারে, কিন্তু সমালোচিত হওয়ার অভিজ্ঞতা মানুষকে গড়তে পারে—এই সত্য উপলব্ধি করতে পারলেই বোঝা যায়, শক্তি কোথায় বেশি, শব্দে নয়—সহিষ্ণুতায়।
– মোঃ হাসানুর জামান বাবু