মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের একটি অভিযানে দৌলতপুর থানাধীন মানিকতলা রেলওয়ে কলোনি এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বেলা ২টার দিকে আসামির বসতঘরে অভিযান চালিয়ে ওয়াড্রবের ভেতর থেকে ৩০০ গ্রাম গাঁজা, ৫৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৩৫,০০০ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় অপর একজন পালিয়ে যায়।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের “-খ” সার্কেলের উপপরিদর্শক জাহানারা খাতুন।
ঘটনার বিষয়ে উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।