পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
আটককৃতরা হলেন—কল্যাণ রায় শুভ ও নাইম জিসান। তারা উভয়েই ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কল্যাণ রায় শুভকে এবং সন্ধ্যা সাতটায় পাবনার শালগাড়িয়ার তালবাগান এলাকা থেকে নাইম জিসানকে আটক করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এ দুজন ২০২৩ সালের রমজানে হলে তিন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তারা বিগত সরকারের সময় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।
প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান জানান, “শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কল্যাণ রায় শুভকে প্রক্টর দফতরে আনা হয়। যেহেতু এটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, আমরা পাবনা সদর থানাকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।”
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আবদুস সালাম বলেন, “ছাত্রলীগের দুই কর্মীকে শিক্ষার্থীরা আটক করে আমাদের হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত বিচার ও নিরাপদ শিক্ষাপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।