নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মো : শাকিল হোসেন শওকত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার( ১৩ মে) দুপুরে নাগরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফ্যাসিষ্ট সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০-০৯-২০২৪ তারিখের দায়ের করা মামলার ৭ নং ক্রমিকের ৮৮ নম্বর ক্রমিকের এজাহার ভুক্ত আসামি, মো. শওকত হোসেন (৪৪) ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর সদর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শওকত চেয়ারম্যান সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শওকত চেয়ারম্যান ৭ নং ক্রমিকের ১০-০৯-২০২৪ তারিখের দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি। সে ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকেন কিন্তু তাকে গ্রেফতার করতে গেলে গাঁঢাকা দেয়। এর ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর সদর এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।