রাজধানীর ধানমন্ডিতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আজ মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মোহম্মদ এজাজ।
তিনি বলেন,
“নগরবাসী দীর্ঘদিন ধরে এই অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানের দাবি জানিয়ে আসছিল। আজ থেকে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়া শুরু করেছি।”
ডিএনসিসির প্রশাসক আরও জানান, ধাপে ধাপে ঢাকার সব রাস্তা থেকে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা সরিয়ে নেওয়া হবে। এর পরিবর্তে সরকার অনুমোদিত পরিবহন চালু করা হবে, যেগুলো চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও লাইসেন্স বাধ্যতামূলক করা হবে।
চালকদের জন্য থাকবে এনআইডি ভিত্তিক নিবন্ধন ও প্রশিক্ষণ কার্যক্রম।