হাবিবুর রহমান (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগে বুধবার (১৩ এপ্রিল) সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একটি শিশুও, যার বয়স মাত্র ২ বছর, এবং এসএসসি পরীক্ষার্থী আফসানা।
কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে আশরাফুল ইসলাম তার স্ত্রী রোজিনা বেগম এবং মেয়ে আফসানাকে মোটরসাইকেলে করে মিরবাগ ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিল ভাতিজা রহমত আলী। মোটরসাইকেলটি মহাসড়কে উঠতেই রংপুরগামী একটি যাত্রীবোঝাই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রোজিনা বেগম, আফসানা এবং ২ বছরের রহমত আলী।
এ ঘটনায় গুরুতর আহত আশরাফুল ইসলামকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশরাফুল ইসলাম মীরবাগ বাজারে আসিক সুতা ঘর ও লন্ড্রি নামক একটি দোকান চালান। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।