সদরুল আইন:
চোখের রেটিনায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, হঠাৎ চোখে সমস্যা দেখা দিলে মির্জা ফখরুলকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, রেটিনায় জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ব্যাংককের ‘রুটনিন আই হসপিটাল’-এর সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি মহাসচিব দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল ফখরুল দম্পতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।