শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “ইসলামী ছাত্রশিবির ২৪ জুলাইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশকে নতুনভাবে গঠনের যে স্বপ্ন দেখেছে, তা হলো—এই দেশ হবে কোরআনের বাংলাদেশ।”
সোমবার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর জলঢাকায় আল-ফালাহ হলরুমে ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “এই সমাজ ব্যবস্থায় থাকবে না খুন-খারাবি, থাকবে সাম্য, সুবিচার এবং নিরাপদ ভবিষ্যৎ। ছাত্ররা নৈতিকতার আলোকে সমাজকে গড়ে তুলবে। শিবির সেই সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে।”
নুরুল ইসলাম সাদ্দাম আরও অভিযোগ করেন, “গত ১৫ বছর শিবিরকে সাংগঠনিকভাবে কাজ করতে দেয়া হয়নি। আমাদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে, বহু নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে।” তিনি বলেন, “ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন, সময় ও ত্যাগ দরকার—এ জন্য যুবসমাজকে প্রস্তুত করছে শিবির।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জন্য এখন ইসলামী ছাত্রশিবির একটি বাস্তবতা। আমরা এমন ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা মুসলিম উম্মাহর কান্ডারি হয়ে উঠতে পারবে। আল্লাহ ও রাসুল (সা.)-এর বিধান অনুযায়ী মানুষের জীবনের পূর্ণাঙ্গ পুনর্বিন্যাস ঘটানোই আমাদের লক্ষ্য।”
সমাবেশে সভাপতিত্ব করেন শিবিরের নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারী রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান, নায়েবে আমীর ও সাংবাদিক মো. কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান এবং শহর শাখার শিবির সভাপতি শফিকুল ইসলাম।