মুক্তাগাছা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলের মারধরে মায়ের পা ভাঙার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের খিলগাতী হাজীবাড়ী বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আয়েশা খাতুন (৬৫) বর্তমানে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার ছোট ছেলে বেলায়েত হোসেন মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বড় ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও তার লোকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, জমি বিক্রির টাকা খরচ করে এখন পুনরায় সেই জমির দাবি করছে দেলোয়ার। শনিবার সন্ধ্যায় বাড়িতে হামলা চালিয়ে আয়েশা খাতুনকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে তার কোমরের নিচে পায়ের হাড় ভেঙে যায় বলে এক্স-রে রিপোর্টে জানা গেছে।
আয়েশা খাতুন বলেন, “ছোট ছেলেকে মারতে এলে আমি বাধা দিই। তখন দেলোয়ার আমাকে ধাক্কা দিয়ে ফেলে বাঁশ দিয়ে মারে। আমি এর বিচার চাই।”
অভিযুক্ত দেলোয়ারের ভাগ্নে রঞ্জু দাবি করেন, “সেদিন শুধু কথাকাটাকাটি হয়েছে। কোদাল আনতে গেলে ধাক্কাধাক্কিতে আয়েশা খাতুন পড়ে যান।”
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”