বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন সিকদার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
সমাবেশে আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদার, প্রবীণ নেতা রত্তন আলী বিশ্বাস, সাবেক সহ-সভাপতি শওকত হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা প্রমুখ।
অ্যাড. নজরুল ইসলাম খান রাজন বলেন, “সব ধরনের বৈষম্য দূর করে ইতিবাচক মনোভাব নিয়ে রাষ্ট্র গড়লেই জুলাই বিপ্লবে শহিদদের রক্তের যথাযথ মূল্য দেওয়া হবে।” তিনি বরিশাল জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির আহ্বায়ক আবুল হোসেন খানের গঠন করা ‘পকেট কমিটি’ দ্রুত বাতিলের দাবি জানান।
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের দোসররা এখনও সক্রিয়। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতেই হবে।”
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেন।