রাজশাহী জেলার বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব (৩২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, অস্ত্র ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি পক্ষ থেকে তার বিরুদ্ধে চারটি মামলা করা হয়। বাকি তিনটি মামলা অস্ত্র ও মাদকের অভিযোগে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
বিএনপির অভিযোগ, বিপ্লব ক্ষমতার অপব্যবহার করে দলের কর্মীদের ওপর হামলা ও হয়রানিতে জড়িত ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।