আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট শুধুই একটি তথ্যভাণ্ডার নয়, বরং প্রতিষ্ঠানটির আধুনিকতার প্রতিচ্ছবি। তবে একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর এই যুগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়েবসাইট যেন সময়ের অনেক পেছনে পড়ে রয়েছে। নেই প্রয়োজনীয় তথ্য, হয় না নিয়মিত হালনাগাদ—এমনকি অনেকে এটিকে ‘ডিজিটাল পোষ্টার বোর্ড’ বলেও সমালোচনা করছেন।
ইবির অফিসিয়াল ওয়েবসাইট (www.iu.ac.bd) ঘুরে দেখা যায়, অন্তত ১২টি বিভাগের সিলেবাস, পরিচিতি বা শিক্ষকদের তথ্য সংক্রান্ত কোনো হালনাগাদ নেই। শিক্ষকদের অনেকেরই ছবি, সিভি ও গবেষণা সংক্রান্ত তথ্য অনুপস্থিত। শিক্ষার্থীদের জন্যও নেই কোনো আলাদা প্রোফাইল, যেখানে রেজাল্ট, কোর্স এনরোলমেন্ট বা স্কলারশিপের তথ্য থাকার কথা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা যেমন ছাত্র উপদেষ্টা দপ্তর, নিরাপত্তা বিভাগ, মেডিকেল ইউনিট, পরিবহন, পরিকল্পনা ও উন্নয়ন, পরীক্ষা নিয়ন্ত্রণ বা আইসিটি সেল সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য অনুপস্থিত। এমনকি হোস্টেল, আবাসন, অ্যালামনাই ও র্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও সাইটে নেই।
এই অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম রাহাত বলেন, “পুরো বিশ্ব যেখানে অনলাইন নির্ভর, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এমন করুণ অবস্থায় থাকবে, সেটা হতাশাজনক। অধিকাংশ দরকারি বিজ্ঞপ্তিও ঠিকমতো পাওয়া যায় না।”
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এ এস এম মাহবুবুর রহমান জানান, “ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরগুলো অচল, অনেক সময় প্রয়োজনীয় নোটিশ স্ক্যান করে অগোছালোভাবে আপলোড করা হয়। এটা প্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, “পূর্ব প্রশাসনের অসমাপ্ত কাজগুলোর কারণে কিছু বিড়ম্বনা তৈরি হয়েছে। তবে আমরা এখন আইডি কার্ডসহ বিভিন্ন ডিজিটাল প্রক্রিয়ায় কাজ করছি। অতি দ্রুত ওয়েবসাইটে সব তথ্য হালনাগাদ করা হবে।”
শিক্ষার্থীরা বলছেন, শুধু ওয়েবসাইট নয়, একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ও গ্লোবাল রিচের জন্যও একটি তথ্যসমৃদ্ধ ও যুগোপযোগী ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এর দ্রুত আধুনিকীকরণ এখন সময়ের দাবি।