ঝিনাইদহ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, “জুলাই বিপ্লব আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। এখন মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে গুম, গায়েবি মামলা ও বিচারহীনতার মতো ভয়ংকর অপরাধের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি।”
রোববার (১১ মে) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিগত ১৬ বছরে গুম হওয়া কেউই এখনও ফিরে আসেনি। সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার আজও ঝুলে আছে।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রস্তাবিত জেলা সভাপতি মো. উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ও ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর সভাপতি কবি সাহানা ইসলাম, আহসান হাবীব, মনিরা খাতুন, রমেল পারভেজ প্রান্ত, মুস্তাফিজুর রহমান, চঞ্চল হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিটন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ঝিনাইদহ জেলা শাখার আগামী এক বছরের জন্য ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন মো. উজ্জ্বল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিটন।
নতুন কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন:
- সিনিয়র সহ-সভাপতি: মো. মোস্তাফিজুর রহমান
- সহ-সভাপতি: মো. জহুরুল ইসলাম, চঞ্চল হোসেন
- যুগ্ম সাধারণ সম্পাদক: সোহেল রানা
- সহ সাধারণ সম্পাদক: আনারুল ইসলাম
- সাংগঠনিক সম্পাদক: মো. রমেল পারভেজ (প্রান্ত)
- অর্থ সম্পাদক: মো. আমিনুল ইসলাম সুমন
- দপ্তর সম্পাদক: রাকিবুল ইসলাম রাকিব
- প্রচার সম্পাদক: শেখ খালিদ হাসান
- আইন বিষয়ক সম্পাদক: অ্যাড. সাহেব আলী
- নারী ও শিশু বিষয়ক সম্পাদক: ইসরাত জাহান
- ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: চমক
- সমাজকল্যাণ সম্পাদক: শাফায়ত হোসেন শিমুল
- কার্যনির্বাহী সদস্য: মো. আরিফুজ্জামান আরিফ, মো. মামুনুর রশিদ, মো. মাহবুর রহমান, মো. হৃদয়, মো. সাগর হাসান, মো. শাহারিয়ার রিজভী
সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।