সংক্ষিপ্ত প্রতিবেদন:
রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ—এই ত্রি-পবিত্র ঘটনার স্মরণে উদযাপিত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সকালে সিলেট মহানগরের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে দৃষ্টান্ত।” এসময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “অহিংসাই পরম ধর্ম—এই বার্তাই বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে।”
দিনব্যাপী আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি লিটন বড়ুয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া। ধর্মীয় দেশনা দেন ভদন্ত সুপ্রিয়ানন্দ থের ও ভদন্ত শরনানন্দ ভিক্ষু। প্রথম পর্বে ছিল মঙ্গল সূত্র পাঠ, সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা ও ধর্মদেশনা। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন মিটন বড়ুয়া।
আলোচনা সভা শেষে এক শান্তি শোভাযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে পুনরায় কেমুসাসে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
- দৈনিক পূণ্যভূমির সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী
- সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার
- বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক তপন কান্তি বড়ুয়া মান্না
- যুগ্ম আহ্বায়ক অংশু মারমা
- সচিব অধ্যাপক বরন চৌধুরী
- উপদেষ্টা সাধন কুমার চাকমা
- সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী
- সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া
- অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ।
মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রয়াত মেনকা চাকমা (মরণোত্তর) ও অর্চ্চনা চৌধুরীকে।