সংক্ষিপ্ত প্রতিবেদন:
নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের মুজিবনগর এলাকার অটোচালক সনজীব দাস (৩২) এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কর্মহীন হয়ে পড়েছেন। গত ৬ মে রাতে চন্ডীগড় ইউনিয়নের অনাথ আশ্রমের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তার অটো রিকশাটি। এতে তার ডান পায়ের হাড় ভেঙে যায়।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সনজীব বর্তমানে শয্যাশায়ী। তার চিকিৎসা ও পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। এই অবস্থায় দরকার জরুরি আর্থিক সহায়তা, যা তাদের একার পক্ষে সম্ভব নয়।
রোববার (১১ মে) সন্ধ্যায় তাকে দেখতে যান পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কবি বিদ্যুৎ সরকার, কবি লোকান্ত শাওন ও সংগীতশিল্পী গোপাল দত্ত। তারা সনজীবকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সামান্য আর্থিক সহায়তাও দেন।
সনজীবের পরিবার সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে—
যাতে তিনি দ্রুত চিকিৎসা নিয়ে আবারও রোজগারের চাকা ঘুরাতে পারেন।