কাউখালী প্রতিনিধি:
রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়ি এলাকায় পাচারকালে উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)।
রবিবার (১১ মে) ইউপিডিএফ সংগঠক তারেক মারমার নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়, জনৈক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছিল। পরে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে বার্তা দিতেই এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এই সময় উপস্থিত বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও আগামী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এইসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে সচেতন ও প্রতিবাদী হতে হবে।
সংগঠক তারেক মারমা বলেন,
“মাদকের অবাধ ব্যবহার সমাজে বিশৃঙ্খলা, নৈতিক অবক্ষয় এবং অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। মাদক উৎপাদন, সেবন এবং পাচার বন্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এ ধরনের সামাজিক উদ্যোগ স্থানীয়ভাবে মাদকবিরোধী আন্দোলনে সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে মন্তব্য করেন উপস্থিত অনেকেই।