রাজু রহমান, শার্শা, যশোর:
যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল ক্রসিংয়ে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।
রবিবার (১১ মে) দুপুর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার গুরুতর আহত হন।
আহতদের মধ্যে হেলপার কাওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং ট্রাকচালক মাহমুদ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাকটি ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। যদিও বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনটি বড় ধরনের ক্ষতির শিকার না হলেও ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
নাভারণ স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেনটি বিকেল ৫টা ৩০ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দুই ঘণ্টা সময় বিলম্ব হতে পারে। বর্তমানে ট্রেনের ইঞ্জিন মেরামতের কাজ চলছে।
এ দুর্ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।