পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা, এম আর মন্টু, বি সরকার, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চনচন্দ্র মন্ডল, বদিউজ্জামান, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ।
সভায় প্রেসক্লাবের বার্ষিক হিসাব-নিকাশ, প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।