সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
সিলেট বিভাগকে পৃথক করে ‘জালালাবাদ প্রদেশ’ গঠনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ‘জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী বকসি ইকবাল আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী মুজিবুর রহমান মুজিব।
বক্তারা দাবি করেন, সিলেট বিভাগের ইতিহাস, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় ‘জালালাবাদ প্রদেশ’ গঠন সময়ের দাবি। তারা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় উন্নয়নের স্বার্থে পৃথক প্রাদেশিক কাঠামো প্রয়োজন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন: অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ ইকবাল, সহ-সমন্বয়ক এম. এ. রহিম, সৈয়দ কামাল আহমদ বাবু, আবুল কালাম আজাদ, প্রভাষক শামীম আহমদ, প্রকৌশলী সুলতান হোসেন এবং শিবপ্রসন্ন ভট্ট্যাচার্য।
আয়োজকরা জানান, ‘জালালাবাদ প্রদেশ’ বাস্তবায়নে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে এবং দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেট অঞ্চলও পূর্ণ মর্যাদা নিয়ে নিজস্ব প্রশাসনিক কাঠামোর দাবি আদায় করবে।