ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্য নিয়ে ওসমানীনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ মে) দুপুরে উপজেলা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, এবং সহকারি শিক্ষক মোঃ মালেক উদ্দিন ও আয়শা আক্তার যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি সাইফুর এম রেফুল, প্রধান শিক্ষক আলতাব হোসেন, ফুলমিয়া, মাসুদ আহমেদ, চান মিয়া, সহকারি শিক্ষক হাবিব আহমদ চৌধুরী, জুনেদ আহমদ, শহিদুর রহমান রাজু, শিক্ষকদের নেতা ও শিক্ষার্থীরা।
এছাড়াও, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা হাতে লেখা, চিত্রাঙ্কনসহ নানা বিষয়ের ওপর প্রতিযোগিতায় অংশ নেন। পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ অনুষ্ঠানটি প্রাথমিক শিক্ষা সিস্টেমের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।