ঝালকাঠির নলছিটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামালসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল (৫৮) এবং মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি কর্মী মো. আজমল হোসেনসহ কয়েকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী আজমল হোসেন নলছিটি থানায় ২৬ জনকে নামীয় এবং আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-১২; জিআর-২৫/২০২৫)। মামলায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ ও দণ্ডবিধির একাধিক ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, “গ্রেফতারকৃতদের শনিবার (১০ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।”