রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ):
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ঈদগাহ মোড় এলাকায় সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ ও বিচারের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ মিছিল থেকে সরকারের গত ১৬ বছরের শাসনামলকে ‘ফ্যাসিবাদী’ উল্লেখ করে নেতারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং বারবার বিনা ভোটে ক্ষমতা দখলের দায়ে আওয়ামী লীগের আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই।
ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া বলেন, “শেখ হাসিনা ফেরাউনের চরিত্রে আবির্ভূত হয়ে দুই হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছেন। সাংবাদিকরা ২৪-এর বিপ্লবের গুরুত্বপূর্ণ সাক্ষী, তারা যেন বিভ্রান্তি না ছড়িয়ে বিপ্লবীদের পাশে থাকেন, সেই আহ্বান জানাই।”
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল-সানী বলেন, “আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এই দেশের রাজনীতিতে টিকে থাকার অধিকার হারিয়েছে। তাদের বিচারের আওতায় এনে নিষিদ্ধ করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন—ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা সভাপতি আকরাম হোসেন, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি রিয়াদ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।