রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ লেবার ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর।
সমাবেশে তিনি বলেন, “শ্রমিকরাই দেশের চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শ্রমিকদের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি আরও শ্রমিকদের সংগঠিত থেকে নিজেদের দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক প্রতিনিধি, স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেবার ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ।
মোঃ আসাদুজ্জামান মিয়া
ফরিদপুর জেলা প্রতিনিধি