মারুফ সরকার, প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের দশ মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকার ও এর উপদেষ্টা পরিষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের জন্য আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের বৈধতা হারিয়েছে। তাই জানাজা ছাড়াই দলটিকে রাজনৈতিক কবর দেওয়া উচিত।”
তিনি দাবি করেন, সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশের মাধ্যমে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বড় অংশ এনজিও খাত থেকে আগত, যারা বিদেশি প্রভাবাধীন ও অতীতে আওয়ামী শাসনের বিরুদ্ধে সক্রিয় ছিল না। তিনি বলেন, “এদের অনেকে ১৬ বছরের শাসনকালে কখনো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেনি। তারা আজও জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।”
আওয়ামী লীগের বিচার প্রশ্নে ববি হাজ্জাজ এনডিএম-এর পূর্বের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, “আমরা শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচার দাবি করেছি। অথচ সংশ্লিষ্ট কেউ সংগঠনের বিচার নিশ্চিত করতে সংশোধনী আনতে পারেননি। শহীদের রক্তের সাথে কোনও আপস গ্রহণযোগ্য নয়।”
তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সর্বদলীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং অকার্যকর উপদেষ্টাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এখন সময়ের দাবি।”