সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি)
রাঙামাটির বিলাইছড়িতে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, বহলতলী এলাকার মোঃ জহিরুল ইসলাম (পিতা: মোঃ ইসমাইল), সিআর মামলা নং ৩২৩/২২, বিদ্যুৎ আইন ২০০৩ এর ৪০ ধারা অনুযায়ী অভিযুক্ত ছিলেন। বিদ্যুৎ বিল দীর্ঘদিন অনাদায়ে তিনি পলাতক ছিলেন, যার প্রেক্ষিতে চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের সহকারী জজ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ৬ মে ২০২৫ তারিখে এসআই পলাশ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নোয়াখালীর মাস্টার পাড়া এলাকা থেকে তাকে সুকৌশলে গ্রেফতার করেন। পরদিন, ৭ মে ২০২৫ তারিখে তাকে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।