বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
বিশ্ব মানবসেবী জীন হেনরি ডুনান্টের জন্মদিন ও রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
‘মানবতার পক্ষে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার, সহ-সভাপতি মীর সেলিম ফারুক এবং জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা ফজলুল করিম।
বক্তারা বলেন, “বিশ্বব্যাপী মানবতার কল্যাণে রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা অনন্য। যুদ্ধ, দুর্যোগ বা সংকট—সবক্ষেত্রেই এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা জীবন বাজি রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ান।” তারা আগামী প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এই সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছ্বাস রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, শিক্ষক ভূবন তরফদার, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য নাসির উদ্দিন শাহ মিলন ও ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন।
আলোচনা শেষে রেড ক্রিসেন্ট আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।