সাভার প্রতিনিধি , মোঃ আনিসুর রহমান:
সাভারে বাবাকে হত্যার পর নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছে এক মেয়ে। বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, ভোরে জান্নাত জাহান শিফা (২৩) নামের এক তরুণী ৯৯৯-এ ফোন করে জানায়, “আমি আমার বাবাকে হত্যা করেছি, আপনাদের কাছে আত্মসমর্পণ করতে চাই। লাশ নিতে চলে আসুন।”
সংবাদ পেয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বহুতল ভবনের ৫ম তলা থেকে শিফাকে আটক করে এবং লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর আব্দুস সাত্তার তার মেয়ে শিফাকে নিয়ে মজিদপুর কাঠালবাগানে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিফা পুলিশকে জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে তাকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন করে আসছিলেন। এ কারণে বুধবার রাতে বাবার খাবারে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন তিনি। পরে ভোর ৪টার দিকে ঘুমিয়ে পড়া বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
তদন্তে আরও জানা যায়, ২০২২ সালে শিফা তার বাবার বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আব্দুস সাত্তার দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্ত হন।
পুলিশ বলছে, আটক তরুণীর দেয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।