সিরাজগঞ্জ প্রতিনিধি , মোঃ আব্দুল কুদ্দস:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় শাহজাদপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খায়রুন্নেছা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. রাহাত আলম।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।