এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:
জাতীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ। তারা ফাইনালে সিলেটের তাজপুর ডিগ্রি কলেজকে ৩-১ গোলে পরাজিত করে এ সাফল্য অর্জন করে।
বুধবার (৭ মে) বিকাল ৪টায় রাজধানীর ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর ফাইনালে প্রথমার্ধের ২৭তম মিনিটে সাতক্ষীরার আল আমিনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রতনপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ। দ্বিতীয়ার্ধে খেলার ৫৬ ও ৫৯ মিনিটে আনিসুর রহমানের জোড়া গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ মুহূর্তে সিলেটের লেবু মিয়া একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয়ী হয় সাতক্ষীরার কলেজটি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল হক। তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সনদ তুলে দেন।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন আনিসুর রহমান এবং ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হন তাজপুর ডিগ্রি কলেজের লেবু মিয়া।
রতনপুর ইউনাইটেড আইডিয়াল কলেজের এই কৃতিত্বে সাতক্ষীরা জেলাবাসী গর্বিত। কলেজের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও শিক্ষকগণের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিজয় প্রমাণ করে, সুযোগ পেলে মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে।