এস এম হাবিবুল হাসান :
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পর্যবেক্ষক অফিসিয়াল হয়ে ভারতে গেলেন সাবেক জাতীয় ফুটবলার ও সাতক্ষীরার কৃতি সন্তান মো.ইমাদুল হক খান।
মঙ্গলবার(৬ মে)সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে পর্যবেক্ষক অফিসিয়াল হিসেবে ভারতের উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়েছেন।
ইমাদুল হক খান আজ ৬ মে থেকে ১৮ মে’২০২৫ পর্যন্ত অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে অবস্থান করবেন।সেখানে তিনি ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্ট’র বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পর্যবেক্ষক অফিসিয়াল হিসেবে সব কয়টি খেলায় ভিআইপি হিসেবে উপস্থিত থাকবেন এবং খেলাগুলো উপভোগ করবেন।মো.ইমাদুল হক খান সাতক্ষীরার আপামর জনতা,ক্রীড়ামোদী দর্শক ও দেশবাসীর সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ।
এবছর দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ ২ টি গ্রুপে মোট ৬টি দেশ অংশগ্রহন করেছেন।তারমধ্যে গ্রুপ এ-তে রয়েছে বাংলাদেশের সাথে শক্তিশালী মালদ্বীপ ও ভুটান। আর গ্রুপ বি-তে আয়োজক ভারতের সাথে নিপাল ও শ্রীলঙ্কা।আগামী ৯ মে উদ্বোধনীর মাধ্যমে শুরু হবে এবারের সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর গ্রুপ পর্বের খেলা।
এস এম হাবিবুল হাসান