ঝালকাঠি:
ঝালকাঠিতে বেতন বৈষম্য নিরসন ও পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণসহ দুই দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝালকাঠির বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঝালকাঠি জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। সিজিএম কোর্টের জুডিশিয়াল পেশকার ও কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক শারমিন স্বর্ণা। জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম। জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার ও ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো.রুস্তম আলী খান
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। তারা সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন, বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান, এবং ৭ম-১২তম গ্রেডভুক্ত করার দাবি জানান।
বক্তারা আরো বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন আমাদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করলেও, সরকারিভাবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের পদোন্নতির সুযোগ সীমিত, অথচ সেই সীমিত পথও রুদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমুল হাসান।
উল্লেখ্য, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গত ১৯ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানিয়ে ৪ মে’র মধ্যে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছিল। দাবি আদায়ে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।