এস কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণী শিক্ষার্থী সিয়াম । ছেলেটি গত ৩ মাস যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
মো: সিয়াম মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা জিয়নপুর ইউনিয়নের আমতলী ১০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তার বাড়ী দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বন্যা গ্রামের মো: শামীম হোসেনের ছেলে।
জানা গেছে, সিয়াম তার পরিবারে (৩) তিন ভাই বোনের মধ্যে ছোট ছেলে । তার স্বপ্ন ছিল সে লেখাপড়া করে বড় হয়ে ভালো একটা চাকরি করবে বাবা-মার পাশে দাঁড়াবে।
সিয়ামের বাবা মোঃ শামীম হোসেনের সাথে কথা বলে তিনি জানান তিন মাস আগে সিয়াম প্রায় অসুস্থ থাকতো দু একদিন পরপর অনেক জ্বর হতো আমরা সাধারণভাবে এলাকা থেকে কয়েকবার ডাক্তার দেখিয়েছি এই রোগ ধরতে পারিনি পরে আমি মানিকগঞ্জ সদর কর্ণের মালিক মেডিকেল হসপিটালে সিয়ামকে ভর্তি করি তারপর জানতে পারি ওর ব্লাড ক্যান্সার হয়েছে, আমি গরিব মানুষ অটো রিক্সা চালিয়ে খাই এলাকা মানুষ আমাকে সাহায্য করছে ওই টাকা দিয়ে আমি ওর চিকিৎসা করছি এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান আমি পাইনি।
চিকিৎসার জন্য মানিকগঞ্জ বাসির কাছে আর্থিক সহায়তা চেয়েছেন সিয়ামের পরিবার,ক্যান্সার আক্রান্ত পরিবারের সাথে যোগাযোগ করুনঃ বিকাশ পার্সোনাল ০১৭৫৮৬৩১৭৫৮
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, ক্যান্সার আক্রান্ত সিয়ামের কথা ইতিপূর্বে আমরা জানতে পেয়েছি ওনাদের বলেছি সমাজসেবা অফিসে একটি আবেদন করতে আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করে যাব এই ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে থাকতে।