জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তৈতুঁলিয়া ইউনিয়নের বিল বড়াইলের অসহায় ভুমিহীনদের প্রতিতপড়া প্রায় ৩০০ বিঘা সরকারি খাস জমি গুলো এখন প্রভাবশালীদের দখলে আছে বলে জানান বিল বড়াইল মৌজার অসহায় ভুমিহীনিরা । অসহায় ভুমিহীনিরা জানান সরকারের কোন কাগজ পত্র নাই দখল কৃত খাস জমি গুলোর প্রভাবশালীদের দখলে থাকা খাস জমির । স্থানীয় জনসাধারণ গন জানান বিল বড়াইলের প্রায় শত কোটি টাকা মূল্যের ৩০০ বিঘা সরকারি খাস জমি প্রভাবশালীদের জবর দখলে রয়েছে । রাষ্ট্রীয় এসব ভূ-সম্পত্তি দখলমুক্ত করতে কার্যত সরকারি কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না । বরং উদ্বেগজনক হারে বিল বড়াইল মৌজায় ভূ-সম্পত্তি জবর দখলের মাত্রা বৃদ্ধি পেয়েছে । সরকারি জমি দখলের দিক দিয়ে মান্দা উপজেলার বিল বড়াইল এগিয়ে রয়েছে প্রভাবশালীরা । সরকারি রেকর্ড মতে মান্দা উপজেলার বিল বড়াইলে প্রায় ( ৩০০ শ’) বিঘা সরকারি খাস জমি বেদখলে রয়েছে । এর মধ্যে বিল বড়াইল মৌজায় প্রতিত পড়া প্রায় ৩০০ বিঘা জমি উল্লেখ যোগ্য । এই প্রতিত পড়া সরকারি খাস জমিতে ইরি বুরো ধান প্রধান হওয়ায় এসব মূল্যবান সম্পত্তি বেহাত হয়ে গেছে । এই সম্পত্তি থেকে সরকার বছরে প্রায় শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে আর এই শত কোটি টাকা উঠছে প্রভাব শালীদের পকেটে ।
নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের ভূ-সম্পত্তি জবর দখল বিষয় নব গঠিত কমিটির কাছে এই বিল বড়াইল তদন্ত কার্যক্রম মনিটরিং কমিটির কাছে বিষয় টিকে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছেন বিল বড়াইল এলাকার অসহায় ভুমিহীন পরিবার গুলো । ভুমিহীন লোকজন বলেন লোকবল ও পুলিশী সহায়তার অভাবে এসব সরকারি খাস জমি উদ্ধার হয় না বলে প্রশাসনে কথিত আছে । অভিযোগ উঠেছে, ভূ-সম্পত্তি জবর-দখল বিষয়ে গঠিত মনিটরিং কমিটির সভায় ঘুরে ফিরে একই তথ্য উপস্থাপন করা হচ্ছে তবুও কোন কাজ হচ্ছেনা বলে জানান তারা । মান্দা উপজেলায় অনুদ্ধারকৃত ৪০২.২৯ একর সরকারি খাস জমির তথ্যে কোন হেরফের নেই । বছরের পর বছর পার হলেও বিল বড়াইলে সরকারি এসব খাস জমি উদ্ধারে শক্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না । ফলে সরকারের বিনা বাধায় এসব জমিতে জোর করে ধান ফসল করে গড়ে তুলেছেন প্রভাবশালীরা । অতচ মহামূল্যবান এই ভূ-সম্পত্তি ১/১ খাস খতিয়ানভুক্ত হওয়ার কথা । ভাঁরশো / তৈতুঁলিয়া ইউনিয়ন ভুমি অফিস থেকে পাওয়া যায় জমি অধিগ্রহন করা হচ্ছে বলে জানা নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুমি কমকর্তা জানান । অবৈধ দখলদারদের উচ্ছেদ ও রেকর্ড সংশোধন করা না হলে সেটা সন্তোষজনক ভাবে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে । বেশ কিছু ভুমিহীনেরা জানান, জমি উদ্ধারে তাদেরও কোন তৎপরতা নেই ।
বিল বড়াইল এই খাস জমির বিষয় টি উপর মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা অসহায় ভুমিহীন তারা যদি সরকারের কাছে আবেদন করে তাহলে তদন্ত সাফেকে সরকারি ভাবে দেওয়ার মতো হলে, যারা প্রকৃত ভমিহীন তাদের মধ্যে বনটোন করে দেওয়া হবে । এ বিষয়ে নওগাঁ জেলার অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম জানান, সরকারি ভূ-সম্পত্তি দখলমুক্ত করতে আমরা প্রতি মাসেই কিছু না কিছু জমি উদ্ধার করছি, তবে তিনি আরো বলেন সেটা সন্তোষজনক হচ্ছে না।, খাস জমি উদ্ধার একটি চলমান পক্রিয়া । উচ্ছেদের মাধ্যমে ভূ-সম্পত্তির ওপর সরকারি দখল কায়েম করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডদের নির্দেশনা দেওয়া আছে।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান