ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিস্ফোরক ও বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ মামলাসহ একাধিক মামলার আসামী উপজেলা বিএনপির বহিস্কৃত প্রচার সম্পাদক মো. নাছির মাতুব্বর (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৪ মে) দুপুর ২টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে সালথা পুলিশ।
নাছির মাতুব্বর উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ফরিদপুর শহর এলাকা থেকে বহিস্কৃত বিএনপি নেতা মো. নাছির মাতুব্বরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি বিস্ফোরক ও বাড়িঘর ভাংচুর- অগ্নিসংযোগ মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সকালে হাসান আশরাফ বাড়িতে কিত্তা গ্রামে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি নেতা নাছির মাতুব্বরের নেতৃত্বে। এ ঘটনায় নাছির মাতুব্বরসহ ৭৪ জনের নামে থানায় মামলা করা হয়।
ঘটনার দিন রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক চৌধুরীর এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাছির মাতুব্বরকে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়।