মোহাম্মদ মাসুদ মজুমদার :
সারাদেশে আলোচিত গাজীপুরের পুবাইল থানার সাইনবোর্ড এলাকার একটি মসজিদের ইমাম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় আড্ডা বাজার বাইতুল আমান জামে মসজিদ গেইট থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে বাজারের চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আড্ডা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাজান সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী যুবসেনার কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুল আলম পাটোয়ারী, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় কমিটির সহ- দপ্তর সম্পাদক মাওলানা আবদুল হান্নান। মানববন্ধন কর্মসূচিতে অতিথিগণ ও আলোচকবৃন্দ গাজীপুরে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট আলেমেদ্বীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, শহীদ মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবি জানিয়ে অবিলম্বে খুনিদেরকে গ্রেফতার করার দাবি এবং আসামীদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন আড্ডা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশারফ মজুমদার, উপদেষ্টা সদস্য ম্ওলানা মফিজুল ইসলাম,, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বিল্লাল হোসেন, আলহাজ্ব আবুল হাশেম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসেন প্রধানিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা খায়েজ আলম, মাওলানা ওমর ফারুক শাহজী, হাফেজ মাওলানা সাফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার মাসুদ আলম (বিএসসি), সহ অর্থ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম মীর, মোশারফ হোসেন খোকন সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ আবুল কালাম শাহপুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইমরুল কায়েস তাহেরী, আড্ডা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে মিলাদ শরীফ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আড্ডা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জামাল হোসেন শাহ।