জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ দলিল লেখক সমিতি, শরীয়তপুর জেলা শাখার সম্মেলন ৩ মে (শনিবার) শরীয়তপুর সদর উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুল হক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন জেলা সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ। প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক, আমিনুল ইসলাম আখন্দ, মো. ফিরোজ আলম, আমির হোসেন বাদশা, কুমিল্লা ও যশোর জেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে সর্বসম্মতিতে আলহাজ্ব মো. নূরুল হক মিয়াকে সভাপতি এবং বিএম মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়, যা মহাসচিব এম এ রশিদ কর্তৃক অনুমোদিত হয়। পরে জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়।
নতুন কমিটির মেয়াদ ৩ মে ২০২৫ থেকে ২ মে ২০৩০ পর্যন্ত বলবৎ থাকবে বলে সংগঠনের আহ্বায়ক এস. এম মাহাবুব ফেরদৌস ও সদস্য সচিব শফিকুল ইসলাম সাগর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।