মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান”সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। সারাদেশে ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের আয়োজনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩ মে) শনিবার বিকেলে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ আলতাফ হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঈমান হোসেন, নির্বাহী সদস্য সোহেল ইসলাম, হাবিবা বদরুন্নেছা, সোহেল খান চৌধুরী প্রমূখ।