পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে শনিবার সকালে যমুনা নদী ভাঙ্গন পরিস্থিতি ও বাঁধ নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।
এসময় যমুনার চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সোচ্চার হওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এতে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।