বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া জিসান খান (১৮) এর জানাযা নামাজে হাজারো মানুষের ঢল নামে । শনিবার (৩ মে) বাদ আসর উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে তার নিজ এলাকায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তার নিজ বাড়ির আঙ্গিনায় দাফন সম্পন্ন করা হয়। এসময় সকলেই জিসানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। জিসানের মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ, গতকাল শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা টু ফরিদপুর সড়কের কাউলিকান্দা এলাকায় মোটরসাইকেল ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জিসান মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা জিসানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ জিসানের মরদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করে প্রশাসন।