সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর :
জেলার আলফাডাঙ্গা উপজেলার বিল পুঠিয়া গ্রামের কামাল হোসেনকে(৩৫) চাঁদা দিতে অস্বীকার করায় মেরে হাত-পা বুকের পাঁজের হাড় ভেঙে দিল স্থানীয় সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শী ও থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, বিল পুঠিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে কামাল হোসেন প্রবাসে ছিলেন।প্রায় বছরখানেক আগে তিনি বিদেশ থেকে বাড়ি ফিরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাটির রাস্তার ঠিকাদারের কাজ করেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় জয়দেবপুর বাজার জামে মসজিদে যাওয়ার একটি কাঁচা রাস্তার ঠিকাদারির কাজ পান যার প্রাকল্পিক৷ মুল্য ২ লক্ষ টাকা। শুরুর সাথে সাথেই স্থানীয় একাধিক মামলার র্যাবের তালিকাভুক্ত ক্রসফায়ারে আসামি জাকির ফকির তার কাছে সরাসরি ২০ হাজার টাকা চাঁদা দাবি করে, এ সময় তিনি তাকে চাঁদা দিতে অস্বীকার করলে জাকির ফকির কামালকে কে দেখে নেয়ার হুমকি দেয়।