শেরপুর প্রতিনিধি:
মালিক-শ্রমিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে—এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী পৌর শ্রমিক দলের সভাপতি মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম লাকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস. এম. সোহান, সাধারণ সম্পাদক শফিক, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম দিনু এবং তরুণ বিএনপি নেতা ও পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রণব সাহা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শ্রমিকেরা কেবল উৎপাদনের অংশীদার নন, তাঁরা সমাজের ভিত্তি। তাঁদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।”
আলোচনা সভা শেষে দেশের শান্তি, শ্রমিকদের কল্যাণ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।