মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
সরকারী শারিরীক শিক্ষা কলেজ মুক্তাগাছায় শারীরিক শিক্ষা আন্তঃ কলেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) সকাল ১০টায় কলেজের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছার প্রভাষক (আয়ন ব্যায়ন কর্মকতার্) মাহতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ মোস্তফা জামান। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নিবার্হী কর্মকতার্ আতিকুল ইসলাম, সরকারী শারিরীক শিক্ষা কলেজ ঢাকার অধ্যক্ষ মুমিনুল হাসান, রাজশাহীর অধ্যক্ষ লুবনা ইয়াসমীন, বাগেরহাটের অধ্যক্ষ মাহবুবুর রহমান, বরিশালের রুবেল খান, সরকারী শারিরীক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ গিয়াসউদ্দিন বাবর ও ময়মনসিংহের ক্রীড়া কর্মকতার্ আলামিন সবুজ।
জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, মশাল প্রজ্জলনের মাধ্যমে ক্রীড়া গতিধারা সূচিত হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ফানুস ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকালে সমাপণি অনুষ্ঠাণে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশিক্ষণরত) ড. শেখ মোঃ জোবায়েদ হোসেন ও সরকারি ৬ কলেজের অধ্যক্ষ বৃন্দ। আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ৬টি কলেজের ৯টি ইভেন্টে মোট ১০৮জন প্রতিযোগী অংশগ্রহন করে।