বাংলাদেশ বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে আগের বছরের তুলনায় ১৬ ধাপ উন্নতি করেছে। ২০২৫ সালের রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর প্রকাশিত তালিকায় ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৪৯তম, স্কোর ৩৩.৭১। ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৬৫তম। যদিও এ অগ্রগতি লক্ষ্য করার মতো, তারপরও দেশে স্বাধীন সাংবাদিকতার অবস্থা এখনো ‘বেশ গুরুতর’ হিসেবেই বিবেচিত হচ্ছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
২০১৮ সালের পর এই প্রথম বাংলাদেশ সূচকে ১৫০-এর ভেতরে এসেছে। প্রতিবেশী দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তান ১৫৮তম ও ভুটান ১৫২তম। এসব দেশের তুলনায় বাংলাদেশ সামান্য এগিয়ে থাকলেও সার্বিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
বিশ্বব্যাপী চিত্র আরও হতাশাজনক। আরএসএফ জানিয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা বর্তমানে ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রও এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। দেশটি এবার তালিকায় ৫৭তম স্থানে রয়েছে, যা আগের বছরের তুলনায় দুই ধাপ নিচে। সংস্থার মতে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে, যা দেশটিকে স্বৈরাচারী শাসনের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে, যাকে সবচেয়ে বেশি সংবাদমাধ্যমবান্ধব দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, সবচেয়ে নীচে—১৮০তম স্থানে রয়েছে ইরিত্রিয়া। চীন ও উত্তর কোরিয়ার অবস্থান যথাক্রমে ১৭৮ ও ১৭৯তম।
এই সূচক তুলে ধরছে যে, অনেক দেশে সাংবাদিকতার স্বাধীনতা এখনও চ্যালেঞ্জের মুখে, এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিকভাবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।