কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW) জড়িত—এমন বিস্ফোরক দাবি তুলেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। টেলিগ্রামে ফাঁস হওয়া একটি গোপন নথির ভিত্তিতে এ দাবি করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নথিটিতে হামলার পর কীভাবে পাকিস্তানবিরোধী প্রচার চালানো হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল।
নথি অনুযায়ী, হামলার ৩৬ ঘণ্টা পর গণমাধ্যমে পাকিস্তানকে দায়ী করে একটি নির্দিষ্ট বর্ণনা তৈরির পরিকল্পনার কথা বলা হয়। সেই সঙ্গে, ঘটনাটিকে ‘অমুসলিমদের লক্ষ্য করে চালানো হামলা’ হিসেবে চিত্রিত করারও নির্দেশ ছিল। আরও দাবি করা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-কে জড়িয়ে একটি প্রোপাগান্ডা চালাতে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারেরও পরিকল্পনা ছিল সেখানে।
এই অভিযোগ প্রকাশের পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। অপরদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়ে বলেন, জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংকট আরও গভীর হলে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়তে পারে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভারত সংযত থাকে। এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে উভয়পক্ষকে সংলাপে ফিরতে অনুরোধ জানান।
এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও উদ্বেগ প্রকাশ করছেন।