শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সৈয়দপুর শহর শাখা এই কর্মসূচী আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সামনে থেকে র্্যালী বের হয়ে শহর ঘুরে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমীর ও উপদেষ্টা শরফুদ্দিন খান ও শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
সভাপত্বিত করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সৈয়দপুর শহর সভাপতি আব্দুল মোমেন। বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুল মুহিত ও জুলফিকার আলি ভুট্টু, সেক্রেটারি জুনায়েদ আহমেদ, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখার সেক্রেটারি খায়রুল বাশার, বোতলাগাড়ী ইউনিয়ন ফেডারেল সভাপতি খয়রাত হোসেন বসুনিয়া ও জামায়াতের খাতামুধুর ইউনিয়ন আমীর আব্দুল আলিম।