বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লিফলেট, দাওয়াতী বই ও গণসংযোগ কার্যক্রম।
উপজেলা জামায়াতের আয়োজনে ৩০ এপ্রিল (বুধবার) বিকালে উপজেলা সদর বাজারে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত খাওয়ানো হয় শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিকাইল হোসেন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ সালথা-নগরকান্দায় জামায়াত মনোনীত প্রাথী মাওলানা সোহরাব হোসেন, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সালথা সদর ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু সায়েম মোল্যা, ভাওয়াল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ ফরিদ আহম্মেদ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের চেষ্টা করে যাচ্ছে তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদিন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশে কোন চাদাবাজ, দুর্নিতীবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, চুরি, ছিন্তাই, ধর্ষন এর বিরুদ্ধে জনমত গড়ে তুলে একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠন করবে ইনশাল্লাহ।