Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেসিস চালু করলো ‘কোরিয়া ডেস্ক’, তথ্যপ্রযুক্তি বাণিজ্যে নতুন দিগন্তে বাংলাদেশ

Bangla FMbyBangla FM
১:২৮ pm ২৯, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, বিজ্ঞান প্রযুক্তি
A A
0

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে কোরিয়া ডেস্ক চালু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এর মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সফটওয়্যার ও প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আজ মঙ্গলবার বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও জাপান ডেস্কও চালু করেছে বেসিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, “দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং শক্তিশালী ডিজিটাল অবকাঠামো বাংলাদেশের জন্য আদর্শ এক অংশীদার। কোরিয়া ডেস্কের মাধ্যমে আমরা দুই দেশের আইসিটি খাতে যুগান্তকারী অগ্রগতি দেখতে পাবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, তথ্যপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মো. তৈয়বুর রহমান, কোইকার কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান এবং বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক দুই দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি কোম্পানির মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন রচনায় সহায়ক হবে। এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিতে পারস্পরিক লাভ ও সমৃদ্ধি নিশ্চিত করবে।”

বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম জানান, এই ডেস্কের মাধ্যমে কৌশলগত সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) মো. ইমরুল কায়েস।

এই নতুন উদ্যোগকে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কোরিয়ার মতো প্রযুক্তি-অগ্রসর দেশের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং অংশীদারিত্ব বাংলাদেশকে আগামী দিনে বৈশ্বিক আইসিটি বাজারে আরও শক্তিশালী করে তুলবে।

Tags: কোরিয়া ডেস্কনতুন দিগন্তে বাংলাদেশ
ShareTweetPin

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম